ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসী আলম নিহত 

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সৌদি আরবে আছির প্রদেশ মাখাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলম (৪৫) নামে এক প্রবাসী। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদির স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মাখাইল আল বিরিক নামক জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে। 

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের আলী আহমেদের ছেলে নিহত প্রবাসী মোহাম্মদ আলম।

মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় এলমোনিয়ামের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আল বিরিক নামক জায়গায় এক সৌদির ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন। বিকালে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

তার লাশ উদ্ধার করে সৌদি আরবের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। 

২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিলেন আলম। ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে ফের সৌদিতে যান। তার এমন আকস্মিক মৃত্যুতে মাখাইল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি